ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়
"ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ" এর জাতীয় নির্বাহী কমিটির ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতৃয় সভা গত ৪ঠা ফেব্রুয়ারী রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ কামরুল আহসান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সরন এর সঞ্চালনায় পরিচালিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপদেস্টা সফিউল ইসলাম, সহ-সভাপতি আর্কিটেক্ট সজীব জাহান, পরিচালক ওয়াসিম সিকদার, আর্কিটেক্ট ইসমাইল পারভেজ, সুমন প্রামাণিক, মো. এনামুল হক, ইন্টেরিয়র আর্কিটেক্ট মুহাম্মদ শরীফুল ইসলাম, নিয়াজুর রহমান এবং আব্দুর রহিম, যাঁরা সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়:
১। শপথ গ্রহন অনুষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৩ই ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
২। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থকবেন স্থপতি প্রফেসর ডঃ আবু সাঈদ এম আহমেদ।
৩। ইসি কমিটির প্রয়োজনীয় কাগজপত্র ০৬ই ফেব্রুয়ারী মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরে জমা দেয়া হবে।
৪। এওয়ার্ড প্রোগ্রাম ২৬ই এপ্রিল অনুষ্ঠিত হবে।