ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
"ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ" এর প্রথম জাতীয় নির্বাহী কমিটির ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতৃয় সভা গত ২১শে জানুয়ারী রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি জনাব সৈয়দ কামরুল আহসানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সরন এর সঞ্চালনায় পরিচালিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপদেস্টা সফিউল ইসলাম, সহ-সভাপতি আর্কিটেক্ট সজীব জাহান, পরিচালক ওয়াসিম সিকদার, আর্কিটেক্ট ইসমাইল পারভেজ, সুমন প্রামাণিক, মো. এনামুল হক, ইন্টেরিয়র আর্কিটেক্ট মুহাম্মদ শরীফুল ইসলাম, নিয়াজুর রহমান এবং আব্দুর রহিম, যাঁরা সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়:সংগঠনের কাঠামো ও কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ।
সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন।
ইন্টেরিয়র ডিজাইন খাতে নতুন প্রযুক্তির সংযোজন ও গবেষণা কার্যক্রম পরিচালনা।
নীতি-নির্ধারক মহলের সঙ্গে সমন্বয় সাধন করে শিল্পখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
দেশব্যাপী সদস্য বৃদ্ধির লক্ষ্যে প্রচার ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে সকলে একযোগে কাজ করবেন।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রগতির জন্য তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং একটি গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে আইড্যাবকে প্রতিষ্ঠিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।